হঠাৎ বৃষ্টিতে নোয়াখালীবাসী ভূগছেন ডেঙ্গু আতঙ্কে

- আপডেট সময় : ০৪:২০:১৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
নোয়াখালী পৌর এলাকায় কয়েক দিনের বৃষ্টিতে হঠাৎ করেই বেড়েছে মশার উপদ্রব। এতে করোনা আতঙ্কের মধ্যেই নতুন করে ডেঙ্গু আতঙ্কে ভুগছেন শহরবাসী। নিয়মিত মশার ওষুধ না দিলে ও ময়লা আবর্জনা পরিস্কার না করলে, ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর। তবে পৌর কর্তৃপক্ষ বলছেন, করোনা মোকাবিলার পাশাপাশি মশা নিয়ন্ত্রণে তৎপর রয়েছেন তারা।
সারাদেশের মতো নোয়াখালীবাসীও ভূগছেন করোনা আতঙ্কে। বাঁচার জন্য বেশিরভাগ মানুষ ঘরবন্দী থেকে হাফিয়ে ওঠেছেন। গত কয়েক দিনের বৃষ্টিতে নোয়াখালী পৌর শহর জুড়ে দেখা দিয়েছে মশার উপদ্রব। রাতেতো বটেই, দিনের বেলায়ও ঘরবন্দী মানুষকে মশায় কামড়াচ্ছে। কয়েল বা স্প্রে দিয়েও নিস্তার মিলছে না। শিক্ষার্থীদেরও পড়ালেখায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
পৌরবাসীর অভিযোগ, মশার ওষুধ না দেওয়ায় এবং নিয়মিত ড্রেণ, ডোবা-নালা ও ময়লা আবর্জনা পরিস্কার না করায় বেড়েছে মশার উপদ্রব। এখনই পদক্ষেপ না নিলে করোনার মধ্যেই ডেঙ্গুর প্রকোপ দেখা দিতে পারে।
করোনা পরিস্থিতিতে পৌরবাসীর পাশে থাকার মতোই ডেঙ্গু ঠেকাতে নিয়মিত মশার ওষুধ ছিটানোসহ বাসিন্দাদের সচেতন করার কাজ চলছে বলে জানান পৌর মেয়র।
নিয়মিত মশার ওষুধ দেয়ার পাশাপাশি শহরকে পরিচ্ছন্ন রাখতে কার্যকরী উদ্যোগ নেবে পৌরসভা-এমনটাই প্রত্যাশা নোয়াখালীবাসীর।