হঠাৎ কেন শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ অপু-বুবলী?

- আপডেট সময় : ০৯:৩২:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- / ১৫১৮ বার পড়া হয়েছে
বাংলা চলচ্চিত্রের ‘কিং খান’–এর রুপালি পর্দায় সাফল্যের ২৫ বছর উদ্যাপন চলছে। প্রাক্তন সহশিল্পীরা জানালেন অকুণ্ঠ শ্রদ্ধা ও ভালোবাসা।
বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান পা রেখেছেন তার ক্যারিয়ারের ২৫ বছরে। এই দীর্ঘ সময়ে উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট সিনেমা, হয়েছেন কোটি ভক্তের প্রিয় অভিনেতা। রুপালি পর্দার এই ‘কিং খান’-এর সাফল্যের রজতজয়ন্তী ঘিরে চলচ্চিত্র অঙ্গনে বইছে অভিনন্দন আর প্রশংসার জোয়ার।
এই বিশেষ মুহূর্তে নিজের অনুভূতি জানাতে গিয়ে শাকিব খান বলেন, “আমি কৃতজ্ঞ আমার দর্শকদের কাছে। এই দীর্ঘ পথচলায় যারা পাশে ছিলেন, যারা সমালোচনা করেছেন, সবাই মিলে আমাকে আজকের জায়গায় পৌঁছাতে সাহায্য করেছেন।”
শাকিব খানের সঙ্গে দীর্ঘ সময় কাজ করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি বলেন, “শাকিব অত্যন্ত পরিশ্রমী একজন অভিনেতা। তার ডেডিকেশন, ডায়নামিক উপস্থিতি এবং স্ক্রিন প্রেজেন্স সত্যিই অনুপ্রেরণাদায়ক। ব্যক্তিগত জীবন যা-ই হোক, একজন শিল্পী হিসেবে আমি সবসময় তাকে সম্মান করি।”
অন্যদিকে শবনম বুবলী বলেন- “শাকিব খান শুধুই একজন অভিনেতা নন, তিনি একজন প্রতিষ্ঠান। তার সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি। আজকের দিনে তার অর্জনের জন্য আমি গর্বিত।”
২৫ বছরের এই সফল ক্যারিয়ারে শাকিব খান কাজ করেছেন ৭৫টিরও বেশি ছবিতে, যার মধ্যে অনেকগুলোই হয়েছে ব্যবসাসফল এবং ইতিহাস গড়া। ‘নাম্বার ওয়ান শাকিব খান’, ‘কথা দিলাম’, ‘শিকারি’, ‘নবাব’, ‘বসগিরি’– এরকম অনেক হিট সিনেমা তার ঝুলিতে।
চলচ্চিত্র সমালোচকরা বলছেন, শাকিব খানের সবচেয়ে বড় শক্তি হচ্ছে দর্শকের চাহিদা বোঝার ক্ষমতা এবং নিজেকে সময়ের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার দক্ষতা।
চলচ্চিত্রপ্রেমীরা এখন অপেক্ষায় আছেন তার আগামী প্রজেক্টগুলো দেখার জন্য। তবে এই মুহূর্তটি শুধুই উদ্যাপনের। কারণ, একবিংশ শতাব্দীর বাংলা সিনেমার সবচেয়ে আলোচিত নায়ক আজ নিজের ক্যারিয়ারের রজতজয়ন্তী উদ্যাপন করছেন।