হঠাৎ করেই বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে গেলেন সাকিব

- আপডেট সময় : ১০:০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
হঠাৎ করেই ভারতে গেলেন সাকিব আল হাসান। দুপুর ১টায় বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিবেশী দেশটিতে পৌছান বিশ্বসেরা অলরাউন্ডার। ঠিক কি কারণে ভারতে গেলেন তা জানা যায়নি তবে, বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, ব্যবসায়িক চুক্তি করতেই ভারতে গেছেন সাকিব । এদিকে, বেনাপোল টার্মিনালে ছবি তুলতে চাওয়ায় প্যাসেঞ্জার হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলেন সাকিব। এমন অভিযোগ করেছেন এক ভক্ত।
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কর্পোরেট লিগ সামনে রেখে ঢাকায় যখন অনুষ্ঠিত হচ্ছে প্লেয়ার্স ড্রাফট। ঠিক তখন অনেকটা নিরবেই প্রতিবেশী দেশ ভারতে গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
এক বছরের নিষেধাজ্ঞা শেষে গেলো ৫ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব। ৭ দিনের ব্যবধানে আবারো দেশের বাইরে বিশ্বসেরা অলরাউন্ডার। ঠিক কি কারণে ভারতে গেলেন তা জানা যায়নি তবে, বেনাপোল ইমিগ্রেশেনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানিয়েছেন ব্যবসায়িক চুক্তি করতেই ভারতে গেছেন সাকিব।
বেনাপোল পেসেঞ্জার টার্মিনালে সাকিবকে দেখে দৌড়ে ছবি তুলতে গিয়েছিলেন এক ভাক্ত। কিন্তু না জিজ্ঞেস করে মুখের সামনে সেলফির ভঙ্গিমায় ফোন তুলতেই রেগে যান সাকিব। শুধু রেগেই যাননি, সেই ভক্তের ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেন বিশ্বসেরা অলরাউন্ডার।
এর আগে, বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন সাকিব। এরপর ইমিগ্রেশন হয়ে ভারতে যান তিনি। শুক্রবার দেশে ফেরার কথা রয়েছে সাকিব আল হাসানের।