হজ্ব করতে সৌদি আরবে গিয়ে মারা গেলেন আরও ২ বাংলাদেশী

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
- / ১৫৩০ বার পড়া হয়েছে
হজ করতে সৌদি আরবে গিয়ে মারা গেছেন আরও ২ বাংলাদেশি। এ নিয়ে এবারের হজ মৌসুমে সৌদি আরবে মোট ৪ জন বাংলাদেশি মারা গেলেন।
গতকাল শুক্রবার দু’জনের মৃত্যু হয়েছে বলে ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টালে জানানো হয়েছে। তাদের মধ্যে হেলাল উদ্দিন মোল্লার বাড়ি জয়পুরহাট সদরে। আর রামুজা বেগমের বাড়ি কুমিল্লা আদর্শ সদরের ধনপুরে। এর আগে ১৬ জুন সৌদি আরবে মারা যান নুরুল আমিন এবং ১১ জুন মারা যান মোহাম্মদ জাহাঙ্গীর কবির। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৫৭ হাজার ৫৮৫ জন পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজ পালন করবেন।