হংকংয়ে অনেক দিন ধরেই গ্রেফতার করা হচ্ছে সাংবাদিকদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
হংকংয়ে অনেক দিন ধরেই গ্রেফতার করা হচ্ছে সাংবাদিকদের ।চালানো হচ্ছে তল্লাশি । সম্প্রতি গ্রেফাতার করা হয়েছে স্ট্যান্ড নিউজের সাবেক ও বর্তমান ৭ সাংবাদিকে। এমনকি বন্ধ করে দেওয়া হয়েছে সংবাদ মাধ্যমটি।
এমন পরিস্থিতিতে হংকংয়ে সাংবাদিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় বন্ধ হলো সিটিজেন নিউজ নামের আরও একটি সংবাদমাধ্যম। এ নিয়ে মোট তিনটি সংবাদমাধ্যম বন্ধ হলো চীনের এই স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে। সিটিজেন নিউজ জানায়, বৃহস্পতিবার থেকে তারা তাদের কার্যক্রম বন্ধ করবে। সবার নিরাপত্তার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিটিজেন নিউজ হংকংয়ের বৃহত্তম স্বাধীন সংবাদমাধ্যম। এর আগে রাষ্ট্রদ্রোহী সংবাদ প্রকাশের ষড়যন্ত্রের অজুহাতে স্ট্যান্ড নিউজের কিছু সাবেক ও বর্তমান কর্মীদের গ্রেফতার করা হয়।