সয়াবিন তেলের মূল্যের হারে বেতন-ভাতা বাড়ানোর দাবি করেছেন মুজাহিদুল ইসলাম সেলিম

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
যে হারে সয়াবিন তেলের মূল্য বাড়ছে সে হারে বেতন-ভাতা বাড়ানোর দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
বিকেলে রাজধানীর পল্টন মোড়ে সয়াবিনসহ ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি জানান। সেলিম বলেন, সরকার ব্যবসায়ীদের সাথে যুক্তি করে একতরফাভাবে ভোজ্যতেলের মূল্য বৃদ্ধি করেছে। সমাবেশে অন্যরা দাবি করেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্য স্থিতিশীল থাকলেও সরকার অযৌক্তিকভাবে দাম বাড়িয়েই চলেছে। অবিলম্বে ভোজ্যতেলসহ নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে সরকার পতন আন্দোলনের ডাক দেয়া হবে। শনিবার সারাদেশে ভোজ্যতেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ-সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। পরে বিক্ষোভ মিছিল বের করে সিপিবি।