সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সুফল নিহত
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১২:১১:১১ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯
 - / ১৬৫৫ বার পড়া হয়েছে
 
ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সাজ্জাদ হোসেন সুফল নিহত হয়েছে।
পুলিশ জানায়, গতকাল বিকেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে স্বাগত জানাতে গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয় সুফল। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সুফল উপজেলার মঠবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিনের ছেলে।
																			
																		














