সড়ক দুর্ঘটনায় বিভিন্ন স্থানে ৪ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জ, ময়মনসিংহ এবং চাঁপাইনবাবগঞ্জে ৪ জন নিহত হয়েছে।
গোপালগঞ্জে আলাদা সড়ক দূর্ঘটনায় এক শিশুসহ দু’জন নিহত হয়েছে। সকালে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক পার হওয়ার সময় তাকিবুন্নেচ্ছাকে একটি ট্রলি চাপা দিলে সেখানেই তার মৃত্যু হয়। গেলরাতে সদর উপজেলার দূর্গাপুরে ব্যাটারী চালিত ইজিবাইকের ধাক্কায় মারা যায় শিশু সাজ্জাদ শেখ।
ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় বাসের হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে বাসের ১০ যাত্রী। সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ঘটনা ঘটে।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বহালাবাড়ীতে পাথর বোঝায় ট্রাক চাপায় বাইসাইকেল আরোহী ইউসুফ আলী নিহত হয়েছে। গেলরাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।