সড়ক দুর্ঘটনায় প্রবাসী পিতা-পুত্রসহ একই পরিবারের ৩ জন নিহত

- আপডেট সময় : ১২:১৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের কাশিয়ানীতে ব্রীজের সাথে প্রাইভেটকারের সংঘর্ষে এক প্রবাসী পিতা-পুত্রসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন।
একটি প্রাইভেট করের করে একই পরিবারের ৫ জন ঢাকা থেকে খুলনা যাচ্ছিলেন। এসময় প্রাইভেটকারটি ফ্লাইওভারে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রে লিং সাথে সজোরে ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে প্রবাসী ইমদাদুল, তার বাবা জিয়ারুল ও সাজ্জাদ নিহত হন। এসময় অপর দুইজন আহত হন।
এদিকে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৬ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে চিকিৎসকেরা। সকাল ৮ টার দিকে লোহাগাড়ার পদুয়া বারআউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ের একটি বাকে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় উল্টে যাওয়া বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দু’জন নিহত হন।