স্মরণকালের সর্বোচ্চ মজুদের পরও প্রতিদিন বাড়ছে চালের দাম

- আপডেট সময় : ০৩:৩৫:১৫ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
স্মরণকালের সর্বোচ্চ মজুদের পরও প্রতিদিনই বাড়ছে চালের দাম। গেলো ১৫ দিনে কেজি প্রতি দাম বেড়েছে ৬ টাকার পর্যন্ত। এর মধ্যেই শূণ্য শুল্কে চাল আমদানীর সিদ্ধান্ত নিয়েছে সরকার। যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরী হয়েছে ব্যবসায়ীদের মধ্যে। তবে কৃষক যাতে ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে নজর দেয়ার পরামর্শ এসেছে বিভিন্ন পক্ষের কাছ থেকে।
গেলো পনের দিন ধরে চড়া দামে বিক্রি হচ্ছে চাল। সারাদেশের মোকামগুলোতেই এক পরিস্থিতি। যথেষ্ট মজুদ থাকার পরেও কোনভাবেই লাগাম টানা সম্ভব হচ্ছে না। সরকারি তদারকির অংশ হিসেবে শুল্ক মুক্ত আমদানির অনুমতি দেয়া হয়েছে।
খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলছেন, আমনের ফলন বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। তবেওএমএস কার্যক্রম জোরদার করে বাজার নিয়ন্ত্রণ করতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সরকারের এ সিদ্ধান্তের সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে ভারতে চালের দামের সঙ্গে বাংলাদেশের চালের দামের খুব একটা ফারাক নেই বলে জানাচ্ছেন তারা। ফলে আমদানীর খুব বেশি প্রভাব বাজারে পড়বে না বলেই ধারণা তাদের।
আমন মৌসুমের আগেই সরকারকে পরিকল্পিত আমদানীর পরামর্শ দিচ্ছেন কৃষকদের জন্য কাজ করছে এমন সংগঠনের নেতারা।
খাদ্য মন্ত্রনালয়ের তথ্য বলছে, দেশে বর্তমানে প্রায় ২০ লাখ মেট্রিকটন চাল মজুদ রয়েছে।