স্বেচ্ছায় জঙ্গিরা আত্মসমর্পণ করলে পুনর্বাসন করা হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
স্বেচ্ছায় জঙ্গিরা আত্মসমর্পণ করলে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন রেব-৫ রাজশাহীর অধিনায়ক লে. কর্নেল আব্দুল মোত্তাকিম।
দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি বলেন, গেল এক বছরে রাজশাহী অঞ্চল থেকে ৫৫জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। তবে কেউ যদি নিজের ভুল বুঝতে পেরে ও অনুতপ্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায়, তাহলে রেবের পক্ষ থেকে তাকে সহযোগিতা করা হবে। পাশাপাশি কর্মসংস্থানের জন্যও সহায়তা করবে রেব।অনুষ্ঠানে রেব অধিনায়ক জানান, গেল বছরের জানুয়ারি হতে ডিসেম্বর পর্যন্ত রাজশাহী, নওগাঁ, নাটোর ও জয়পুরহাট জেলার বিভিন্ন অভিযানে ৯১টি অবৈধ আগ্নেয়াস্ত্র ২১৯ রাউন্ড গুলি, ৩৮ হাজার ৪৮৭ বোতল ফেনসিডিল ও একলাখ ৮৯ হাজার ৯৯১ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এছাড়া অস্ত্র ও মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় তিন হাজার ৭১জনকে গ্রেফতার করা হয়েছে।





















