স্বেচ্ছাসেবক লীগ নেতা শুভ্র হত্যা মামলায় ১৪ জনকে আসামি করে মামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
- / ১৬৯২ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলায় ১৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
নিহত শুভ্রর ছোট ভাই আবিদুর রহমান আবিদের মামলায় পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যানকে এই মামলায় আসামী করা হয়েছে। মাসুদুর রহমান শুভ্র হত্যার পরিকল্পনাকারী হিসেবে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম এবং প্রধান আসামি ময়লাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রিয়াদুজ্জামান রিয়াদকে সন্দেহভাজন ধরা হচ্ছে। এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের তৎপরতা চলছে বলেও জানান পুলিশ।
























