স্বাস্থ্যসহায়ক জিনিসপত্র ও গাইডলাইন না থাকায় মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে আছেন পরিচ্ছন্নতাকর্মীরা

- আপডেট সময় : ০২:২২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
খুলনা সিটি করপোরেশনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে স্বাস্থ্যসহায়ক জিনিসপত্র ও গাইডলাইন না থাকায় মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে আছেন পরিচ্ছন্নতাকর্মীরা। বর্তমানে কিছু মাস্ক ও জীবাণুনাশক কর্মীদের বিতরণ করা হলেও তা পর্যাপ্ত নয়।
খুলনা নগরীর বিভিন্ন বাড়ি থেকে গৃহস্থালি বর্জ্য সংগ্রহ করেন বিপ্লব হাওলাদার। ১৭ থেকে ১৮ বছর ধরে এ কাজ করছেন তিনি। মাঝেমধ্যে তাঁর সর্দি-জ্বর, শরীরে চুলকানি বা খোশপাচরা হয়। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ায় ভয়ে আছেন বিপ্লব।
শুধু বিপ্লব নন, খুলনা মহানগরীর বর্জ পরিস্কারের কাজে নিয়জিত রয়েছে ৬’শ কর্মী। প্রতিদিন তারা নগরী থেকে কম পক্ষে ৮’শ টন বর্জ্য সংগ্রহ করে ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যান।ঝুঁকিপূর্ণ এই কাজে সবসময় মাস্ক, গ্লাভস, বুটজুতা ও বিশেষ পোষাক পরার কথা। কিন্তু বছরের পর বছর এসব ছাড়াই পরিচ্ছন্নতা কাজ করছে কর্মীরা। এজন্য চরম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছেন তারা। তবে এ বিষয়ে কথা বললে চাকুরীর হারানোর ভয়, তাই নিজেদের মত করেই স্বাস্থ্য সুরক্ষরা চেষ্টা করেন তারা। (শুরুতে বিপ্লরে ফুটেজ/ বাশিঁ দিয়ে বাড়ি বাড়ি বর্জ নিচ্ছে)
কর্মীদের নিরাপত্তা সামগ্রী ব্যবহারে অনাগ্র রয়েছে । ভবিষ্যতে শতভাগ স্বাস্থ্য নিরাপত্তা সামগ্রী সরবরাহে পরিকল্পনার কথা জানায় কনজারভেন্সি বিভাগ। পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় সকল ব্যবস্থা নিশ্চিত করতে কেসিসিকে বিভিন্ন সময় পরামর্শ দেয়া হয়েছে বলে জানান সিভিল সার্জন । কেবল খুলনা সিটি কর্পোরেশন নয়, সরকারি -বেসরকারি সকল প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত না হলে, পুরো সমাজই রোগজীবাণু সংক্রমনের ঝুঁকি রোধ সম্ভব নয়,বলছেন চিকিৎকরা।