স্বাস্থ্যবিধি মেনে নৌযানে চলাচলে যাত্রীদের প্রতি নৌ প্রতিমন্ত্রীর আহ্বান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
স্বাস্থ্যবিধি মেনে নৌযানে চলাচল করতে যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বিধি না মানা এবং মাস্ক না পরলে যাত্রীদের পাশাপাশি লঞ্চ মালিকদেরও জরিমানা করা হবে হুঁশিয়ার দেন তিনি ।
দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী। লঞ্চে যাত্রীদের শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেন, লকডাউন শিথিল হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে মন্ত্রণালয়ের দৃষ্টিভঙ্গি অত্যন্ত কঠোর। নৌযান গুলোতে বিধিনিষেধ মেনে চলতে মালিক শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, লঞ্চের কেবিনে যাত্রীদের বিধি মানার ক্ষেত্রে সমস্যা হবে না। ডেকের যাত্রীদের বিধি মানতে বিআডিব্লিউটিএ, লঞ্চ মালিক-শ্রমিক, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পদক্ষেপ নেবে।