স্বাস্থ্যবিধির তোয়াক্কা ছাড়াই চলছে নিন্ম আদালতের বিচারকাজ

- আপডেট সময় : ০৬:২৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
স্বাস্থ্যবিধির কোন রকম তোয়াক্কা ছাড়াই চলছে অধস্তন আদালতের বিচারকাজ। মাস্ক পড়া কিংবা সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে বিচারপ্রার্থীদের এই উদাসীনতায় করোনা সংক্রমণ বাড়তে পারে বলে শঙ্কিত আইনজীবীরা। তবে করোনার সংক্রমণ এড়াতে নাগরিক দায়িত্বশীলতার বিকল্প নেই বলে মত দেন পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু এবং ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ইকবাল হোসেন।
বৃহস্পতিবার মহানগর দায়রা জজ আদালতের সামনের দৃশ্য এটি। কোন ধরনের সামাজিক দূরত্ব বজায় না রেখেই চায়ের দোকানে জটলা পাকিয়েছেন একদল ক্রেতা। করোনাকালীন সময় হলেও দোকানীর মুখে ছিল না কোন মাস্ক। কেন এই উদাসীনতা সেই ব্যাখ্যাও দেয় চাঁদপুরের এই বাসিন্দা।এদিন শাহজাহানের মত আরো অনেকেই দেখা যায়, কোন ধরনের মাস্ক ছাড়াই আদালতে এসেছেন মামলার কাজে। কেউ কেউ আবার ক্যামেরা দেখলেই স্বাস্থ্য সচেতন হবার ভান করছেন।
স্বাস্থ্যবিধি মানায় জনগনের এই উদাসীনতায় শঙ্কিত সচেতন আইনজীবীরা।তবে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যক্তি সচেতনতার কোন বিকল্প নেই বলে মত দেন দায়িত্বশীল ব্যক্তিরা।এর আগে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে ১৩২ দিন বন্ধ থাকে দেশের অধস্তন আদালতের স্বাভাবিক বিচারকাজ।