স্বাস্থ্যখাতে অনিয়মের মাঝেই চলছে চিকিৎসা ব্যবস্থা

- আপডেট সময় : ০২:২২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
স্বাস্থ্যখাতে অনিয়ম ও দূর্নীতির কোন সমাধান না হলেও চিকিৎসার উপর নির্ভর করতেই হয় সব শ্রেনীর মানুষকে। দেশের মোট বাজেটের ৭ শতাংশের বেশি বরাদ্দ পাওয়া এই খাত নিয়ে রয়েছে হাজার হাজার কোটি টাকার দূর্নীতি, অনিয়ম আর অব্যবস্থাপনার অভিযোগ। হাজারো প্রতিবন্ধকতার পরও আশার আলো দেখতে চান স্বাস্থ্যসেবার সাথে সংশ্লিষ্টরা।
দূর্নীতি দমন কমিশন দুদক স্বাস্থ্যসেবা খাতের দূর্নীতিবাজ এবং খাত সমুহ চিহৃত করে এ খাতের অনিয়ম রোধে ১১ দফা সুপারিশ দিয়েছে। বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক-সিএজি’এর কার্যালয়ের গত এক বছরের হিসেব বলছে কোটি কোটি টাকার অনিয়মের কথা।
হাসপাতালে সাধারণ মানুষের ভোগান্তি এবং অনিয়ম হলেও সেখানে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে গণমাধ্যম কর্মীদের। অনিয়মের অভিযোগকারী কিংবা প্রতিষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে দরকার হয় সংশ্লিষ্ট ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের অনুমতি।
প্রায় ১৮কোটি মানুষের দেশে ৮৬৭টি সরকারী হাসপাতালে প্রায় ৬০ হাজার চিকিৎসক রয়েছেন। এই সামান্য সংখক হাসপাতাল এবং চিকিৎসক দিয়ে বিশাল জনগোষ্ঠির চিকিৎসা নিশ্চিত করা সম্ভব কিনা এমন প্রশ্ন চিকিৎসা সেবার সাথে সংশ্লিষ্টদের।
এ খাতের অনিয়ম রোধে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-টিআইবি ১৫ দফা সুপারিশ করেছে।