স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৮২০ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার একই ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল রাতে লতাচাপলি ইউনিয়নের আসালত খাঁ পাড়ার বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। মহিপুর থানার ওসি আনোয়ার তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।স্থানীয়রা জানান, আরিফ পেশায় একজন ফটোগ্রাফার। তিনি কুয়াকাটায় পর্যটকদের ছবি তুলে রোজগার করতেন। রাতে এই দম্পতির মধ্যে ঝগড়া শুনতে পেয়েছিলেন প্রতিবেশিরা।এরপর রাত ১২টার দিকে এ দম্পতির শিশুকন্যার কান্না শুনে বাড়িতে যান স্বজনরা। পরে আরিফ ও রিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দিলে তারা গিয়ে মরদেহ দু’টি উদ্ধার করেন।