স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আয়েশা খানম

- আপডেট সময় : ০৭:২৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
নেত্রকোনা পৌর শহরের কাটলিতে এলাকায় পারিবারিক করবরস্থানে স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আয়েশা খানম।
শনিবার বাদ আছর স্থানীয় অন্বেষা স্কুল মাঠে জানাজার নামাজের আগে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেয়া হয়। মরদেহ ঢেকে দেয়া হয় জাতীয় পতাকায়। এসময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। এর আগে বিকেল মরদেহ ৩টার দিকে নেত্রকোনা শহরের কাটলিস্ত নিজ বাসায় এসে পৌছায় আয়শা খানমের মরদেহ। তখন স্বজন ও এলাকাবাসীর মাঝে বেদনাশিক্ত পরিবেশের সৃষ্টি হয়। শনিবার সকালে রাজধানীর বিআরবি হাসপাতালে তিনি মারা যান। ১৯৪৭ সালের ১৮ অক্টোবর নেত্রকোনা সদর উপজেলার গাবড়াগাতি গ্রামে জন্মগ্রহণ করেন আয়শা খানম । বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সহ-সভাপতি বাষট্টির ছাত্র আন্দোলন ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধসহ সব আন্দোলনেও সক্রিয় অংশগ্রহণ করেন তিনি। দেশ স্বাধীন হওয়ার পর নিজেকে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক নারী অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত করেন তিনি।