স্বাভাবিক হয়ে আসছে বেনাপোল বন্দর দিয়ে ভারতে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
স্বাভাবিক হয়ে আসছে বেনাপোল বন্দর দিয়ে ভারতে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর কার্যক্রম শুরু হয়েছে।
বেনাপোল বন্দর দিয়ে যাতায়াত করছেন ভারত-বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রীরা। বর্তমানে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে নতুন মেডিকেল ভিসা ও পুরনো বিজনেস ভিসায় বাংলাদেশীরা ভারতে যেতে পারছেন। ভারত থেকেও এমপ্লয়মেন্ট ও বিজনেস ভিসায় প্রতিদিন যাত্রীরাও আসছেন বাংলাদেশে। তবে নিষেধাজ্ঞা শিথিল হলেও শুরু হয়নি ট্যুরিস্ট ভিসায় যাতায়াত। বর্তমানে মেডিকেল ভিসায় যাত্রীর সংখ্যা রয়েছে ৯০ শতাংশ। করোনা সংক্রমণ প্রতিরোধে ভারত সরকার গত ১৩ মার্চ বাংলাদেশীদের ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।