স্বাধীনতা কাপ ফুটবলে হোঁচট খেলো মোহামেডান
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৩৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
- / ১৬০৮ বার পড়া হয়েছে
স্বাধীনতা কাপ ফুটবলে হোচট খেলো মোহামেডান। রহমতগঞ্জের কাছে হেরে সেমিফাইনাল থেকে ছিটকে গেছে সাদা কালোরা। ২-১ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত করেছে রহমতগঞ্জ।
কমলাপুরের শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরুতে চমক দেখায় মোহামেডান। ম্যাচের পাঁচ মিনিটে রাজিবের গোলে লিড নেয় সাদা-কালোরা।আক্রমণে অধিপত্য থাকলেও প্রথমার্ধে আর গোল পায়নি কেউই। বিরতির পর ধাক্কা খায় মোহামেডান। ৬৮ মিনিটে ডিফেন্ডার জেসমিন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনে পরিণত হয় দলটি। যে সুযোগে বাজিমাত করে রহমতগঞ্জ। ৭৮ মিনিটে ঘানার ফরোয়ার্ড ফিলিপের গোলে সমতা আনে দলটি। এরপর যোগ করা সময়ে দলের বড় জয় নিশ্চিত করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে। দশ জনের দল নিয়ে শেষ পর্যন্ত আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
















