স্বাধীনতা কাপ থেকে বিদায় নিলো উত্তর বারিধারা ক্লাব

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
স্বাধীনতা কাপ থেকে বিদায় নিলো উত্তর বারিধারা ক্লাব। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ এয়ার ফোর্সের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।
ড্র কিংবা হারলে বিদায়, জিতলে তাকিয়ে থাকতে হবে পরবর্তী ম্যাচের দিকে। এমন সমীকরণ নিয়ে মাঠে নামে উত্তর বারিধারা। তবে, সফল হয়নি বারিধারার ক্লাবটি। প্রথমার্ধে দু’দলের অবস্থান ছিলো সমানে সমান। জালের ঠিকানা খুঁজে পায়নি কেউই। বিরতির পর ডেডলক ভাঙ্গে বাংলাদেশ ইয়ার ফোর্স। ৫০ মিনিটে জুয়েলের গোলে এগিয়ে যায় তারা। গোল প্রতিশোধে মরিয়া হয়ে উঠে বারিধারা। ৮৩ মিনিটে সমতায়ও ফিরেছিলো বারিধারা ক্লাবটি। তবে, শেষ রক্ষা হয়নি তাদের। ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দু’দলকে। তাতে কপাল পোড়ে বারিধারার। টানা হারের আগেই বিদায় নিশ্চিত হয়েছিলো বাংলাদেশ ইয়ার ফোর্সের।