স্বাধীনতা কাপের নতুন চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
স্বাধীনতা কাপের নতুন চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। ফাইনালে বসুন্ধরা কিংসকে ৩-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতলো আকাশী-নীলরা। জোড়া গোল করেছেন ব্রাজিল ফরোয়ার্ড নাশ্চিমেন্দো।
কমলাপুর শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরুতে আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে উঠে খেলা। তবে, প্রথমার্ধে জালের ঠিকানা খুঁজে পায়নি কোন দল। বিরতির পর সাফল্য পায় আবাহনী। ধানমন্ডির জায়ান্টদের এগিয়ে দেন রাকিব হোসেন। ১০ মিনিট পর ব্যবধান বাড়ান নাশ্চিমেন্দো। গোল পরিশোধে মরিয়া হয়ে চেস্টা চালায় বসুন্ধরা কিংস। কিন্তু শেষ রক্ষা হয়নি ঘরোয়া ফুটবলে আধিপত্য দেখানো এই দলটির। উল্টো ৭২ মিনিটে আরও এক গোল হজম করে বসুন্ধরা কিংস। তাতে বড় জয় দিয়ে শিরোপা উৎসব করে ঢাকা আবাহনী।