স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় অবিশ্বাসীরাই দেশকে অকার্যকর এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩২:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
যারা দেশের স্বাধীনতায় ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয়, তারাই দেশকে অকার্যকর এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে এমন মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করাই সরকারের লক্ষ্য। তবে বিএনপিই একের পর এক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করেছে। ক্ষমতা ফিরে পাওয়ার মোহে বিএনপি নেতারা এখন মিথ্যাচার আর ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছেন। তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। তাদের চরিত্র এখন দেশবাসীর কাছে স্পষ্ট। তিনি বিএনপিকে ক্ষমতা-পাগল উল্লেখ করে বলেন বিএনপি এখন দিগ্বিদিক শূন্য। বিএনপিকে সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।