স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারেনি বলেই ২১ আগস্ট গ্রেনেড হামলা বললেন ড. মির্জা জলিল

- আপডেট সময় : ০২:০০:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
যারা দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারেনি, তারাই ২১ আগস্টের ভয়াবহ হামলা চালিয়েছিলো বলে মন্তব্য করেছেন তৎকালীন কৃষক লীগের সভাপতি ও বর্তমানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ড. মির্জা আব্দুল জলিল। বিএনপি-জামাতকে এ ঘটনায় সরাসরি দায়ী করে তিনি বলেন, এর মধ্য দিয়ে দেশে থাকার অধিকার হারিয়েছে তারা। এসএটিভিকে দেয়া একান্ত সাক্ষাতকারে এসব কথা বলেন মির্জা জলিল।
১৮ বছর আগের এই দিনে মুহুর্মুহু গ্রেনেডের বিকট বিস্ফোরণে কেঁপে উঠে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউ। মানুষের আর্তনাদ আর ছোটাছুটিতে তৈরি হয় এক বিভীষিকাময় পরিস্থিতি। স্তব্ধ হয়ে পড়ে গোটা দেশ।
আপস..
২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশের সভামঞ্চ তৈরি করা হয় ট্রাকের উপর। দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে একই মঞ্চে ছিলেন তৎকালীন কৃষকলীগ সভাপতি ড. মির্জা আব্দুল জলিল। সেদিনের ভয়াবহ ঘটনার স্মৃতিচারণ করেন তিনি।
মির্জা জলিল বলেন, আওয়ামী লীগকে নেতৃত্বশূণ্য করতে ১৫ আগস্টের ধারাবাহিকতাই ছিলো ঘাতকদের লক্ষ্য।
নেপথ্যের কুশিলবদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
হামলার মূলহোতা তারেক রহমানের বিচারের রায় কার্যকর করতে না পারার আক্ষেপ জানান আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর ই সদস্য।
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ করার আহবান জানান একুশে পদকপ্রাপ্ত প্রবীণ রাজনীতিবিদ মির্জা আব্দুল জলিল।