গণতন্ত্র ও সরকার বিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান
- আপডেট সময় : ০২:২৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
- / ১৬১২ বার পড়া হয়েছে
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে দেশ, গণতন্ত্র ও সরকার বিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে চট্টগ্রামের নেভাল একাডেমীতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন শেষে, প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দেশ রক্ষার কঠিন প্রশিক্ষনের পর কমিশনপ্রাপ্ত নৌবাহিনীর নবীন কর্মকর্তাদের অংশগ্রহণে মনোজ্ঞ এই কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবক্ষেত্রে সর্বোচ্চ মান অর্জনকারী নৌবাহিনীর কমিশনপ্রাপ্ত ৭২ জন নবীন কর্মকর্তার হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। পরে নবীন কর্মকর্তাদের প্রতি দেশ রক্ষার দায়িত্বপালনে দিকনির্দশনামুলক বক্তব্য রাখেন শেখ হাসিনা। নৌবাহিনীর সদস্যদের উদ্বুদ্ধ করতে জাতির পিতার দেয়া নির্দেশনা স্মরণ করিয়ে দেন তিনি। জাতির পিতার স্বপ্নপুরণে মুজিবর্ষের পরের বছরই স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশকে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

















