স্বাধীনতার পঞ্চাশ বছর পরও নির্বাচন কমিশন গঠন আইন না থাকা দুঃখজনকঃ জিএম কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
স্বাধীনতার পঞ্চাশ বছর পরও, নির্বাচন কমিশন গঠন আইন না থাকা দুঃখজনক বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের।
দুপুরে এক বিবৃতিতে তিনি আরো বলেন, প্রতি পাঁচ বছর পর পর রাষ্ট্রপতি সার্চ কমিটির মাধ্যমে সিইসিসহ নির্বাচন কমিশনারদের নিয়োগ দেন। এতে সমালোচনার সৃষ্টি হয়। সংবিধানে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, নির্বাচন কমিশন গঠনে একটি আইন প্রণয়ন করতে হবে। সংবিধানের আলোকে আইনের মাধ্যমেই নির্বাচন কমিশন গঠন হবে। দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করবে। এতে নির্বাচন কমিশন গঠনে স্থায়ী সমাধান হবে বলে মনে করেন জি এম কাদের।