স্বর্ণজয়ের স্বপ্ন মাটিতে মিশে গেল বাংলাদেশের রুবেল-দিয়া জুটির

- আপডেট সময় : ০৯:৪৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
আরচ্যারীতে ফাইনালে উঠেও প্রথমবারের মতো স্বর্ণজয়ের স্বপ্ন মাটিতে মিশে গেলে বাংলাদেশের রুবেল-দিয়া জুটির।
বাংলাদেশের আর্মি স্টেডিয়ামে চলমান ২২তম এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশীপের সমাপনী দিনের তৃতীয় ইভেন্ট- রিকার্ভ মিশ্র দলগত ফাইনালে- বাংলাদেশের দিয়া সিদ্দিকী ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ১-৫ সেটে কোরিয়ার ‘রিও সু জং এবং ‘লি সিউংইউনের কাছে পরাজিত হয়ে সিলভার মেডেল অর্জন করে। সেমিতে জিতে দেশের ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস সৃষ্টির আশায় ছিলেন আরচ্যার মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী। তাদের সঙ্গে স্বপ্ন দেখছিলেন দেশের আরচ্যারী প্রেমীরাও। কিন্তু শেষ পর্যন্ত অলিম্পিক চ্যাম্পিয়ন কোরিয়ার কাছে হেরে আর সোনার পরশ পাওয়া হয়নি বাংলাদেশের। গত ১৮ বছরে এবারই প্রথম বাংলাদেশ এশিয়ান আরচ্যারীতে পদক জিতেছে। গত পরশু পুরুষ রিকার্ভ দলগত ও মহিলা রিকার্ভ দলগত ইভেন্টে ব্রোঞ্জ জেতে। এরপর আজ মিশ্র দলগতে পেলো রুপা।