স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মধ্যে দিয়ে বাংলাদেশ যেন স্বাধীনতার নতুন স্বাদ পেল

- আপডেট সময় : ০৬:৩০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
বহুল কাংখিত ও বাংলাদেশের গর্ব স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মধ্যে দিয়ে বাংলাদেশ যেন স্বাধীনতার নতুন স্বাদ পেল। যোগাযোগ ব্যবস্থার আধুনিকতায় দেশের অর্থনীতির ক্ষেত্রে সূচনা হলো নতুন দিগন্তের। সেতু উদ্বোধনী অনুষ্ঠানের সুধী সমাবেশে যোগ দেন সরকারের বিভিন্ন মন্ত্রীর এবং সংসদ সদস্যরা। তুলে ধরেন তাদের মতামত।
সকাল হতেই মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সেতুর উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশে স্থলে আসেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সরকারের বিভিন্ন মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের নেতারা।
পদ্মা সেতু নিয়ে নিজেদের অনুভূতি জানান মন্ত্রিরা। বলেন, বহু চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশীয় অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে তাক লাগিয়ে দিলেন বিশ্বকে।
পদ্ম সেতু উদ্বোধনের মধ্য দিয়ে দেশ স্বাধীনের ৫০ বছর পরে বঙ্গবন্ধুর স্বপ্ব বাস্তবে রুপ নিলো বলে অনুভূতির কথা জানান আওয়ামী লীগ নেতারা।
স্বপ্নের পদ্মা সেতু নিয়ে নিজের অনুভূতির কথা জানান, বঙ্গবীর কাদের সিদ্দিকী।
রোববার ভোর ৬টা থেকে বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল শুরু হবে।