স্প্যানিশ লা লিগায় লেভানদোস্কির জোড়ো গোলে জয় পেয়েছে বার্সেলোনা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
স্প্যানিশ লা লিগায় লেভানদোস্কির জোড়ো গোলে জয় পেয়েছে বার্সেলোনা। এলচেকে ৩-০ গোলে হারিয়েছে জাভি হার্নান্দেজের শিষ্যরা।
ন্যু ক্যাম্পে শক্তিশালী বার্সেলোনার মুখোমুখি হয়ে ম্যাচের ১৪ মিনিটেই বড় ধাক্কা খায় এলচে। ডিফেন্ডার গঞ্জালো ভার্দু সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ক্লাবটি। ১০ জনের এলচের বিপক্ষে আক্রমণের ধার বাড়ায় বার্সা। ৩৪ মিনিটে দলকে লিড এনে দেন লেভানদোস্কি। এরপর ৪১ মিনিটে দারুণ দক্ষতায় দলের ব্যবধান দ্বিগুণ করেন মেমফিস ডিপাই। ৪৪ মিনিটে এলচের জালে বল জড়ালেও পেদ্রির গোল বাতিল হয় ভিএআরে। প্রথমার্ধের শেষ মিনিটে রদ্রিগেস লালকার্ড দেখলে ৯ জনের দলে পরিণত হয় এলচে। যে সুযোগে বিরতি থেকে ফিরে নিজের দ্বিতীয় আর দলের হয়ে তৃতীয় গোল করেন লেভানদোস্কি। তাতেই বড় জয় নিশ্চিত হয় বার্সার।