স্প্যানিশ লা লিগায় রাতে মাঠে নামবে বার্সেলোনা
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
স্প্যানিশ লা লিগায় রাতে মাঠে নামবে বার্সেলোনা। প্রতিপক্ষ রিয়াল সোসিয়াদাদ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত দেড়টায়।
লিগ শিরোপা জয়ের আশা ছেড়ে দিয়েছেন বার্সা বস জাভি হার্নান্দেজ। লড়াইটা এখন চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার। লিগে ৩১ রাউন্ড শেষে ৬০ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে বার্সা। দুই ম্যাচ বেশি খেলে ৬১ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। এ ম্যাচ জিতে টেবিলের দুইয়ে জায়গা করে নিতে চায় বার্সা। প্রতিপক্ষ তুলনামূলক সহজ। তবে মাঠের খেলায় সময়টা ভাল যাচ্ছে না কাতালানদের। ইউরোপা লিগের শেষ আট থেকে ফ্রাঙ্কফুর্টের কাছে হেরে বিদায়, আর লিগে শেষ ম্যাচে কাদিজের বিপক্ষে হার কিছুটা চাপে রাখবে বার্সেলোনাকে। তাই এ ম্যাচে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ।










