স্প্যানিশ লা লিগায় বেশ সহজেই জিতেছে রিয়াল

- আপডেট সময় : ০৪:৩৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
স্প্যানিশ লা লিগায় আতলেতিকো মাদ্রিদকে বেশ সহজেই হারালো কার্লো আনচেলত্তির দল। মাদ্রিদ ডার্বিতে ২-০ গোলে জিতেছে রিয়াল।
লা লিগায় টানা সপ্তম জয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান আরও মজবুত করল প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা। দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার চেয়ে ৮ ও নগর প্রতিদ্বন্দ্বীদের চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে গেল রিয়াল। সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে রিয়ালের বিপক্ষে টানা আট ম্যাচে জয়শূন্য রইল
আতলেতিকো, দলটির বিপক্ষে দিয়েগো সিমেওনের কোচিংয়ে এটা সবচেয়ে লম্বা জয় খরা। ১৬ মিনিটে মাঝ মাঠে প্রতিপক্ষের ভুল পাস ধরে আক্রমণে ওঠে স্বাগতিকরা। সতীর্থের পাস পেয়ে বেনজেমা একজনের বাধা এড়িয়ে ডান দিকে বল বাড়ান আসেনসিওকে। তিনি থ্রু পাসে ডি-বক্সে খুঁজে নেন ভিনিসিউসকে। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড বল ধরেই বক্সের দাগের কাছে বাড়ান ক্রস আর চমৎকার সাইডভলিতে দলকে উল্লাসে ভাসান ফরাসি ফরোয়ার্ড। দারুণ ছন্দে থাকা বেনজেমা আসরে ১৬ ম্যাচে এই নিয়ে ১৩ গোল করলেন। ৫৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আসেনসিও। বাকি সময়টা শিরোপাধারীরা চাপ ধরে রাখলেও উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেনি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ জয় ও ১৩ ম্যাচ অপরাজিত থাকার আনন্দে মাঠ ছাড়ে রিয়াল।