স্প্যানিশ লা লিগায় পয়েন্টে শীর্ষে থাকা বার্সেলোনাকে চ্যাম্পিয়ন ঘোষণা করা উচিত :রাকিতিচ

- আপডেট সময় : ০৮:৩৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের কারণে স্থগিত হওয়া স্প্যানিশ লা লিগা নতুন করে শুরু না হলে, পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনাকে চ্যাম্পিয়ন ঘোষণা করা উচিত। এমন মত দিলেন বার্সার মিডফিল্ডার ইভান রাকিতিচ।
গেলো মাসে বৈশ্বিক মহামারির কারণে প্রথমে দুই সপ্তাহের জন্য এবং পরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় জনপ্রিয় প্রতিযোগিতা লা লিগা। ১১ ম্যাচ বাকি থাকতে লিগ বন্ধ হওয়ার আগে দুই পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে সবার উপরে বার্সা। ২৭ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের অর্জন ৫৮ পয়েন্ট। ঠিক পরের অবস্থানেই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ; সমান ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৫৬। স্প্যানিশ গণমাধ্যম মোভিস্টারকে ক্রোয়েশিয়ান তারকা রাকিতিচ জানান, আবার মাঠে নেমেই শিরোপা জিততে চায় বার্সালোনা। এজন্য তারা মুখিয়েও রয়েছেন। তবে কোভিড-১৯ এর কারণে মৌসুম শেষ করা না গেলে, শিরোপা বার্সাকে দেওয়া উচিত। উয়েফা অবশ্য আগস্টের মধ্যে চলমান লিগ শেষ করতে চায়। অক্টোবরে নতুন মৌসুম শুরু করতে চায় সংস্থাটি।