এক ক্লাবের হয়ে সর্বোচ্চ ৬৪৪ গোলের রেকর্ড এখন আর্জেন্টাইন জাদুকরের
- আপডেট সময় : ০২:১০:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
স্প্যানিশ লা লিগায় প্রত্যাশিত জয় পেয়েছে বার্সেলোনা। মেসির রেকর্ডের রাতে ভায়াদোলিদকে ৩-০ গোলে হারিয়েছে কাতালান ক্লাবটি। এ ম্যাচে গোল পেয়ে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ ৬৪৪ গোলের রেকর্ড এখন আর্জেন্টাইন জাদুকরের। এদিকে, মেসির জয়ের রাতে হেরেছে রোনালদোর দল। ফিওরেন্তিনার বিপক্ষে জুভিদের হার ৩-০ গোলে। নূর উদ্দিন খানের প্রতিবেদন।
কোচ-মেসি দ্বন্দ্ব, এক ম্যাচে জিত তো আরেক ম্যাচ হার। এই হলো বার্সেলোনার চলতি মৌসুম। পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে থাকা দলটা যার বড় প্রমাণ। তবে, সব হতাশ কাটিয়ে পুরোনো চেহারায় কাতালান ক্লাবটি। এবার ভায়াদোলিদকে ৩-০ গোলে হারিয়ে একটু ধারাবাহিক হবার চেষ্টায় বার্সা।
এমন দিনে মেসি কোন রেকর্ডের অংশ হবেন না তা কি করে হয়। আগের ম্যাচে পেলের রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি, এবার ব্রাজিলিয়ান কিংবদন্তীকেও ছাড়িয়ে গেলেন ফুটবলের মহাতারকা। রিয়াল ভায়াদোলিদকে ৩-০ গোলে হারানোর দিনে বার্সার জার্সিতে ৬৪৪তম গোলটি করলেন এলএমটেন। এক ক্লাবের হয়ে সর্বোচ্চ ৬৪৪ গোল এ আর্জেন্টাইন তারকার।
ম্যাচের আরো দুই গোলেও আছে মেসির অবদান। ২১ মিনিটে মেসির মাপা ক্রস থেকে হেডারে বল জালে জড়ান ক্লেমেন লংলেট। আর মার্টিন ব্রাথওয়েটের ফিনিশিংয়েও আছে এলএমটেনের ছোঁয়া।
মেসির রেকর্ডের দিন হতাশায় পুড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কেননা ফিওরেন্তিনার কাছে তার দল জুভেন্টাস হেরেছে ৩-০ গোলে।
ম্যাচের শুরুতেই দুসান ভ্লাহোভিচের গোলে পিছিয়ে পরার পর, সমতায় ফেরার চেষ্টা করে য়্যুভেন্তাস। উল্টো ১৮ মিনিটে কুয়াদ্রাদো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বিপদ আরো বাড়ে তুরিনের ক্লাবটির।
৭৬ মিনিটে অ্যালেক্স সান্দ্রোর আত্মঘাতী গোল আর শেষদিকে মার্টিন ক্যাসেরেসের গোলে বছরের শেষ ম্যাচটায় বড় হার দেখলো জুভেন্টাস।



















