স্প্যানিশ লা-লিগায় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
স্প্যানিশ লা-লিগায় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। মালোর্কাকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে লস ব্লাংকোসরা।
প্রতিপক্ষের মাঠে শুরুতে কিছুটা অচেনা রুপে রিয়াল। তবে কয়েকবার গোলের সুযোগ তৈরি করেও ফিনিশিং ব্যার্থতায় বার বার গোল বঞ্চিত হয় মালোর্কা। বিরতি থেকে ফিরে প্রতিপক্ষের উপড় চড়াও হয় করিম বেনজেমারা। ৫৫ মিনিটে দারুন এক গোলে দলকে এগিয়ে দেয় ভিনসিয়াস জুনিয়র। ৭৭তম মিনিটে ভিনিসিয়াসকে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। সফল স্পট কিকে ব্যাবধান দিগুন করেন বেনজেমা। ৫ মিনিট পরে বেনজেমার আরো এক গোলে বড় জয় নিশ্চিত হয় রিয়ালের। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের সাথে গোলশুন্য ড্র করেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। এ ড্রয়ের ফলে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা লিভারপুলের সাথে পয়েন্ট ব্যাবধান কমে চারে দাড়িয়েছে সিটিজেনদের।