স্প্যানিশ লা-লিগায় জয় পেয়েছে বার্সেলোনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১২:৪০ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৫২ বার পড়া হয়েছে
স্প্যানিশ লা-লিগায় জয় পেয়েছে বার্সেলোনা। ভ্যালেন্সিয়াকে ৪-১ গোলে হারিয়েছে কাতালানরা।
শুরুটা নড়বড়ে হলেও ১০ মিনিট পরেই চেনা রূপে ফেরে বার্সা। একের পর এক আক্রমণ। গোল পেতেও অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ। জর্ডি আলবার বাড়ানো বল থেকে দারুণ ফিনিশে বার্সার জার্সি গায়ে প্রথম গোলটা করেন অবামেয়াং। দশ মিনিট পর ব্যবধান দিগুণ করে ফ্রেঙ্কি ডি জং। ৩৮ মিনিটে তৃতীয় গোলের দেখা পেয়ে যায় বার্সা। গাভির ক্রসে পা ছুয়ে ভ্যালেন্সিয়ার জালে বল জড়ান অবামেয়াং। বিরতি থেকে ফিরেই গোল পায় স্বাগতিকরা। এরপরে আরো কয়েকবার আক্রমণ করেও গোল পায়নি ভ্যালেন্সিয়া। তবে ৬৩ মিনিটে পেদ্রির জোরালো শটে গোল পায় বার্সা। ম্যাচের বাকি সময়ে আর গোল না হলে ৪-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে জাভি হার্নান্দেজের শিষ্যরা।










