স্পানিশ লা লিগায় জয় পেয়েছে বার্সেলোনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
স্পানিশ লা লিগায় জয় পেয়েছে বার্সেলোনা। পিছিয়ে পড়েও এলচেকে ২-১ গোলে হারিয়েছে জাভি হার্নাদেজের শিষ্যরা।
শুরু থেকেই আক্রমনাত্নক খেলা বার্সা বার বার গোল বঞ্চিত হয় ফিনিশিং ব্যর্থতায়। তবে, বিরতিতে যাওয়ার আগে ফিদেল চাভেসের গোলে লিড নেয় অলচে। বিরতি থেকে ফিরে ৬০ মিনিটে ফেরান তোরেসের গোলে সমতায় ফেরে বার্সা। ৮৪ মিনিটে পেনাল্টি পায় বার্সা। সফল স্পট কিকে দলকে এগিয়ে দেয় মেম্ফসিস। বাকি সময়ে আর গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে জাভি হার্নান্দেজের শিষ্যরা। এ জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে কাতালান ক্লাবটি। দিনের অন্য ম্যাচে রিয়েল বেটিসকে ৩-১ গোলে হারিয়েছে এটলেটিকো মাদ্রিদ।










