স্থানীয় সময় সোমবার ভোরে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৩২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩
- / ১৭১৮ বার পড়া হয়েছে
স্থানীয় সময় সোমবার ভোরে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। মক্কা থেকে মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে বিশ্বের ২০ লাখ মুসলমান তাদের হজ কার্যক্রম শুরু করবেন।
রোববার ফজরের পর ১৪৪৪ হিজরি বর্ষের হজের মূল কার্যক্রমে‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয় পবিত্র কাবা চত্বর। টানা পাঁচদিনের আমল শেষে শুক্রবার ১২ জিলহজ শয়তানকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হবে এবারের হজ। হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে এ যাবতকালের মধ্যে সবচেয়ে কড়া সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি প্রশাসন। জনবলের পাশাপাশি সার্বক্ষণিক তদারকির জন্য ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি। সৌদিতে এ বছর হজ অনুষ্ঠিত হবে ২৭ জুন। পরের দিন ২৮ জুন সৌদি আরবে ঈদুল আজহা। আর বাংলাদেশে ঈদুল আজহা ২৯ জুন।