স্থানীয় শিল্প-কারখানাসহ ঘরে ঘরে গ্যাস সরবরাহের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৬:২৭ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
ভোলার গ্যাস উত্তোলনের দায়িত্ব বিদেশী কোম্পানিকে দেয়ার প্রতিবাদে এবং দেশীয় কোম্পানী দিয়ে গ্যাস উত্তোলন করে স্থানীয় শিল্প-কারখানাসহ ঘরে ঘরে গ্যাস সরবরাহের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
বরিশাল জেলা বাসদের উদ্যোগে সকালে নগরীর ফকির বাড়ি রোডের দলীয় কার্যালয় চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় সদস্য সচিব ডাক্তার মনীষা চক্রবর্তী, ছাত্রফ্রন্ট নেতা সায়েমা শাম্মি সূচনা ও শ্রমিক ফ্রন্ট নেতা দুলাল মল্লিক-সহ আরো অনেকে বক্তব্য রাখেন।