স্টেপ ফুটওয়্যারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তৌসিফ ও তিশা
- আপডেট সময় : ০১:১৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / ১৬৭৯ বার পড়া হয়েছে
দেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার ১৪ সেপ্টেম্বর রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেলে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করেছে তাদের বিশেষ ‘Signature Event’।
অনুষ্ঠানে দেশের দুই জনপ্রিয় তারকা—অভিনেতা ও মডেল তৌসিফ মাহবুব এবং তানজিন তিশা আনুষ্ঠানিকভাবে স্টেপ ফুটওয়্যার-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন। স্টেপ ফুটওয়্যারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব শামীম কবির। এই উদ্যোগ ব্র্যান্ডটিকে এই প্রজন্মের সাথে আরও দৃঢ় এবং ঘনিষ্ঠভাবে সংযুক্ত করবে।
অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যার উন্মোচন করেছে তাদের দশটি নতুন ও আকর্ষণীয় পণ্য, যা ফ্যাশন ও আরামের জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে প্রত্যাশা করা হয়। অনুষ্ঠানের উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির।
স্টেপ ফুটওয়্যার-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষর করে জনপ্রিয় অভিনেতা ও মডেল তৌসিফ মাহবুব বলেন, ‘স্টেপ ফুটওয়্যার পরিবারের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। দেশের অন্যতম শীর্ষস্থানীয় এই ব্র্যান্ড সবসময় ট্রেন্ডি, স্টাইলিশ এবং আরামদায়ক পণ্য সরবরাহ করছে। আমি নিজে ২০১৪ সাল থেকে স্টেপ ফুটওয়্যারের জুতা ব্যবহার করছি। তাই এই ব্র্যান্ডের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য এক বিশেষ সম্মান। আমি বিশ্বাস করি, আমাদের এই যৌথ প্রচেষ্টা নতুন স্টাইল ও উদ্ভাবনের দ্বার উন্মোচন করবে এবং ভোক্তাদের প্রতিটি পদক্ষেপকে আরও অনন্য ও স্মরণীয় করে তুলবে।’
চুক্তি স্বাক্ষর করে দেশের জনপ্রিয় অভিনেতা ও মডেল তানজিন তিশা বলেন, ‘স্টেপ ফুটওয়্যার-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হতে পেরে আমি সত্যিই আনন্দিত। দেশের অন্যতম জনপ্রিয় এই ব্র্যান্ডটি ফ্যাশন, আরাম ও মানকে একসাথে ধারণ করে ইতোমধ্যেই ভোক্তাদের আস্থা অর্জন করেছে।
এমন একটি অনন্য ব্র্যান্ডের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য সত্যিই গর্বের বিষয়। আমি বিশ্বাস করি, আগামী দিনগুলোতে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় স্টেপ ফুটওয়্যারের প্রতিটি পণ্য ভোক্তাদের জন্য নতুন অনুপ্রেরণা ও অনন্য স্টাইল অভিজ্ঞতা এনে দেবে।’
স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বলেন, ‘আজকের এই ‘Signature Event’-এ উপস্থিত সকলকে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। স্টেপ ফুটওয়্যার শুধু একটি ব্র্যান্ড নয়, এটি ফ্যাশন, আরাম ও গুণগত মানের প্রতীক। আমাদের লক্ষ্য প্রতিটি ভোক্তার জন্য এমন অভিজ্ঞতা সৃষ্টি করা, যা তাদের জীবনধারাকে আরও স্টাইলিশ এবং স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।
আমরা আশা করি, আমাদের নতুন পণ্যসম্ভার এবং উদ্ভাবনী প্রচেষ্টা দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। আমরা সবসময় আমাদের গ্রাহকদের জন্য নতুনত্ব, গুণগত মান এবং আধুনিক ফ্যাশন ট্রেন্ড নিয়ে আসার চেষ্টা করি। আজকের এই সফল আয়োজন আমাদের ব্র্যান্ডকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে।’
দেশের জনপ্রিয় মডেল ও শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত মনোমুগ্ধকর ফ্যাশন শো ও ক্যাটওয়াকের মধ্য দিয়ে প্রাণবন্ত এই অনুষ্ঠানটির সূচনা হয় যা উপস্থিত দর্শকদের দৃষ্টি কাড়ে। এই ফ্যাশন শোতে স্টেপ ফুটওয়্যারের বৈচিত্র্যময় ও স্টাইলিশ পণ্যসম্ভার নান্দনিকভাবে উপস্থাপন করা হয়।
দিনের শুরুতে সারা দেশের স্টেপ পরিবারের ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে এক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা আগামী বছরের বিক্রয় ও বিপণন পরিকল্পনা, ব্যবসা পরিচালনা ও উন্নয়ন কৌশল, গ্রাহক সন্তুষ্টি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
বর্ণাঢ্য এই আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করে দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা অ্যাড সাইন।






















