স্ক্র্যাপের সংকট কাটিয়ে রডসহ নির্মাণ সামগ্রীর বাজারে স্থিতিশিলতা আনতে সরকারের সহায়তা কামনা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
স্ক্র্যাপের সংকট কাটিয়ে রডসহ নির্মাণ সামগ্রীর বাজারে স্থিতিশিলতা আনতে সরকারের সহায়তা কামনা করেছেন জাহাজ ভাঙ্গা শিল্প মালিকদের সংগঠন বিএসবিআরএ।
সকালে চট্টগ্রাম ক্লাবের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এই দাবি জানান সংগঠনটির নেতারা। তারা বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়াসহ নানান কারণে ক্রান্তিকাল অতিক্রম করছে দেশের ৫ শতাধিক রি-রোলিং মিলের কাচাঁমালের প্রধান যোগানদাতা জাহাজ ভাঙ্গা শিল্প। ব্যাংকের সহায়তা না পাওয়াসহ পরিবেশ অধিদফতরের করাকরিতে অনেক উদ্যোক্তাই এই শিল্প থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। ফলে স্ক্র্যাপ সংকটে–অস্থিরতা চলছে রডের বাজারে। সরকার সহায়তা করলে অস্থির নির্মাণসামগ্রীর বাজারে স্থিতিশীলতা আনা সম্ভব বলেও জানান এই খাতের উদ্যোক্তারা।