স্কুল ফিডিংয়ের বিস্কুট পাচ্ছে না কুড়িগ্রাম জেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩ লক্ষাধিক শিক্ষার্থী

- আপডেট সময় : ০১:৫০:২৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
গত জুলাই মাস থেকে স্কুল ফিডিংয়ের বিস্কুট পাচ্ছে না কুড়িগ্রাম জেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩ লক্ষাধিক শিক্ষার্থী। এতে করে বিদ্যালয়গুলোতে কমে গেছে শিক্ষার্থীর উপস্থিতির হার। এ অবস্থায় প্রাথমিকে ঝড়ে পড়ার হার কমাতে ও দরিদ্র এলাকার শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা মেটাতে দ্রুত স্কুল ফিডিং কার্যক্রম চালুর দাবি শিক্ষার্থী ও শিক্ষকদের।
দেশের উত্তারাঞ্চলের সীমান্ত ঘেষা নদ-নদী বেষ্টিত দরিদ্রতম জেলা কুড়িগ্রাম। শিক্ষার্থীদের পুষ্টির ঘাটতি পুরনে ২০০২ সাল থেকে চালু করা হয় স্কুল ফিডিং কর্মসূচী। এ কর্মসূচীর আওতায় টিফিনের সময় প্রত্যেক শিক্ষার্থীকে ৭৫ গ্রাম ওজনের পুষ্টিমান সম্পন্ন এক প্যাকেট করে বিস্কুট দেয়া হত। কিন্তু করোনা পরিস্থিতির মাঝেই গত ৪ মাস ধরে বন্ধ রয়েছে এ কার্যক্রম।
বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের চাঞ্চল্যতা ও ক্লাসে মনোযোগ বাড়াতে স্কুল ফিডিং কার্যক্রম চালুর দাবি জানান শিক্ষার্থীরা। দ্রুত স্কুল ফিডিং কার্যক্রম চালুর আশ্বাস দিলেন জেলার শিক্ষা কর্মকর্তা।
স্কুল ফিডিং কার্যক্রম চালু করা হলে শিক্ষার্থী উপস্থিতির হার বাড়ার পাশাপাশি ঝড়ে পড়ার হার কমে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।