স্কটল্যান্ড, যুক্তরাজ্য ও ফ্রান্স সফরে যাবেন প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
জলবায়ু শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ এবং ‘বঙ্গবন্ধু সৃজনশীল পুরস্কার’ হস্তান্তরের জন্য যুক্তরাজ্য ও ফ্রান্স সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩১ অক্টোবর সফরের শুরুতে তিনি স্কটল্যান্ডের গ্লাসগোতে যাবেন, পরে লন্ডন হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাবেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, জলবায়ুবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-২৬-এ যোগ দিতে আগামী ১ থেকে ৩ নভেম্বর পর্যন্ত গ্লাসগোতে অবস্থান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দ্বিপক্ষীয় বৈঠকের জন্য লন্ডনে যাবেন তিনি। সেখান থেকে সরাসরি প্যারিসে যাবেন ইউনেস্কো থেকে ‘বঙ্গবন্ধু ক্রিয়েটিভ পুরস্কার’ প্রদানের জন্য।