সৌদি আরবে নারী কর্মী প্রেরণ বন্ধের ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি

- আপডেট সময় : ০৮:১৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
- / ১৬০৯ বার পড়া হয়েছে
সৌদি আরবে নারী কর্মী প্রেরণ বন্ধের ব্যাপারে এখনো দুতাবাস বা মন্ত্রণালয় থেকে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি- এমনটা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তিনি বলেন, নির্যাতনের শিকার নারীরা ঐ দেশে অভিযোগ না করে, দেশে এসে অভিযোগ করায় এ ব্যাপারে দূতাবাস কিছু করতে পারছে না।
সারা পৃথিবিতে বাংলাদেশী অন্তত ১ কোটি মানুষ বৈধভাবে বসবাস করছে। যার মধ্যে মহিলা কর্মীর সংখ্যা প্রায় ৬ লাখ । এদের মধ্যে সৌদি আরবে কর্মরত আছে ২ লাখ ২০ হাজার নারী। দুঃখজনক হলেও সত্য এদের মধ্যে ৫৩ জনের মৃতদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। আবার অনেকে নির্যাতিত হয়েও ফিরে এসেছেন।
পররাষ্ট্রমন্ত্রীর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেও প্রশ্ন ওঠে দুতাবাসের তৎপরতা ও পদক্ষেপ নিয়ে। মন্ত্রী বলেন, সংখ্যা নগণ্য হলেও এ ব্যাপারে উভয়েরই দায় আছে। তবে বাজার বন্ধে এখনো সিদ্ধান্ত হয়নি।
প্রধানমন্ত্রীর দুবাই সফরে প্রবাসীদের পরিচয়পত্রসহ সেদেশে শ্রমিকদের সুযোগ বাড়াতেও আলোচনা হবে এমন আশ্বাস দেন তিনি।
আগামী ২২ নভেম্বর ইডেনের টেস্ট ম্যাচে অতিথি হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নরেন্দ্র মোদি আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন বলেও জানান ড. এ কে আবদুল মোমেন।