সৌদি আরবের সাথে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা

- আপডেট সময় : ০৫:৪১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
সৌদি আরবের সাথে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা। ঈদ জামাত শেষে দেশের শান্তি ও মহামারী থেকে মুক্তি কামনা করে মোনাজাত করা হয়।
চট্টগ্রামের ৬০ গ্রামে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সকাল ১০টা ৪০ মিনিটে সাতকানিয়ার মির্জাখীল দরবার শরিফ মাঠে ঈদের নামাজ আদায় করেন মুসুল্লীরা।
সৌদি আরবের সাথে মিল রেখে ও পৃথিবীর যেকোন প্রান্তে সর্বপ্রথম নবচঁন্দ্র দর্শনের নির্ভরযোগ্য সংবাদের ভিত্তিতে প্রতি বছরের ন্যায় এবছরও চাঁদপুরের প্রায় ৪০টির অধিক গ্রামে আগাম ঈদ উল আযহা উদযাপিত হচ্ছে।
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার শশীনাড়া গ্রামে ৪০টি পরিবারের উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা ও কোরবানী। ২০১২ সাল থেকে এ গ্রামের মানুষ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে ঈদ পালন করে আসছে।
জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ১০টি গ্রামে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত।
নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়ায় পবিত্র ঈদ উল আযহার নামাজে অংশ নেন হযরত শাহ্ সুফী মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসায় ‘জাহাগিরিয়া তরিকার’ অনুসারীরা।
মাদারীপুরে ৩০ গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ ঈদ-উল আযহা উদযাপন করছে।
দিনাজপুরের সদর বীরগঞ্জ বিরলসহ বেশ কয়েকটি উপজেলায় ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত।
সাতক্ষীরা জেলার ৭টি স্থানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।
এদিকে, পটুয়াখালীর ২১ গ্রামের ২৫ হাজার মানুষ উদযাপন করছেন ঈদুল আযহা।