সৌদি আরবের তেল শোধনগারে আবারও হুথি বিদ্রোহীদের ভয়াবহ হামলা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪১:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত দেশটির বৃহৎ তেল শোধনগারে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ।
বিদ্রোহী গোষ্ঠীটি বলছে, শুক্রবার ৬টি ড্রোন দিয়ে রিয়াদের রাষ্ট্রনিয়ন্ত্রিত তেল কোম্পানি আরামকোর একটি শোধনাগারে হামলা চালায় তারা। সৌদির জ্বালানি মন্ত্রণালয় ইয়েমেনের ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ওই মন্ত্রণালয় বলেছে, হামলার ফলে তেল শোধনাগারটিতে আগুন লেগে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানায় সৌদি। রিয়াদ এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, ইয়েমেনিরা ‘বিশ্বের জ্বালানির উৎসে’ হামলা চালিয়েছে । সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসন ও ইয়েমেনের ওপর ওই জোটের নিপীড়নমূলক অবরোধের প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়। বিদ্রোহীরা আরও জানায়, যতদিন আগ্রাসন বন্ধ ও অবরোধ প্রত্যাহার করা না হবে, ততদিন এরকম প্রতিশোধমূলক হামলা চলবে।