সোয়া ১২ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরিসহ সকল নৌ যান চলাচল স্বাভাবিক

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১২:০৭ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
ঘন কুয়াশার কারণে সোয়া ১২ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরিসহ সকল নৌ যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান বলেন, গেলরাত ১০ টার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়লে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে কুয়াশা কেটে গেলে বুধবার সকাল ১০ টার দিকে ফেরিসহ সকল নৌ যান চলাচল শুরু হয়েছে। এদিকে দীর্ঘ সময় ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে শত-শত যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় আছে। এতে দুর্ভোগে পড়েছে যানবাহন শ্রমিক ও যাত্রীরা