স্ত্রীর কবরের পাশেই শায়িত বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান পরিচালক সোহানুর রহমান সোহান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
- / ১৯০৬ বার পড়া হয়েছে
স্ত্রীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন ‘কেয়ামত থেকে কেয়ামত’-খ্যাত পরিচালক সোহানুর রহমান সোহান।
সকালে টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড মসজিদে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে শ্বশুরবাড়ি টাঙ্গাইল শহরের পলাশতলীতে মরদে নেয়ার পর গুণী এই পরিচালককে শেষ বিদায় জানাতে ভীড় করেন স্বজন ও এলাকাবাসী। গতকাল বিকেলে ঘুমন্ত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সোহানুর রহমান সোহান। এর আগে সকালে টাঙ্গাইলেই স্ত্রীর মরদেহ দাফন করে বাসায় এসে ঘুমিয়ে পড়েন তিনি।
তার হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমী, পপির মত স্টাররা। হালের সুপারস্টার শাকিব খানের প্রথম সিনেমার পরিচালকও ছিলেন তিনি। সোহানুর রহমান সোহান চলচ্চিত্র পরিচালক সমিতিতে টানা দু’বার মহাসচিব এবং দু‘বার সহসভাপতির দায়িত্ব পালন করেন।