সোমবার শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের প্লে-অফ লড়াই
- আপডেট সময় : ০৮:৩৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
সোমবার শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের প্লে-অফ লড়াই। এলিমিনেটরে আবারও খেলবে ঢাকা-বরিশাল। যাদের ম্যাচ দিয়ে শেষ হয়েছিলো লিগ পর্ব। ম্যাচ শুরু হবে দুপুর সাড়ে ১২টায়।
আর বিকেল সাড়ে পাঁচটায় অপ্রতিরোধ্য চট্টগ্রাম ও তারকায় ঠাসা খুলনা মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে। এলিমিনেটরকে সামনে রেখে রোববার অনুশীলন করেছে ঢাকা। বরিশালের বিপক্ষে হারের বারো ঘন্টার মধ্যেই মাঠে ফিরেছিলো মুশফিক-রুবেলের দল। লিগ পর্বের দুই দেখায় একবার করে জয় দুই দলের। শনিবার রুদ্ধশ্বাস ম্যাচে শেষ পর্যন্ত ২ রানে জয়লাভ করে বরিশাল। ওই ম্যাচের ভুলগুলো আর করতে চান না দলের কোচ খালেদ মাহমুদ। এদিকে রোববার বিশ্রামে কাটিয়েছে বরিশাল। তাদের দুশ্চিন্তা- অধিনায়ক তামিম ইকবালের অসুস্থতা নিয়ে। শরীর খারাপ হওয়ায় শনিবার ঢাকার বিপক্ষে ফিল্ডিংয়ে ছিলেন না। তার করোনা পরীক্ষা করা হয়েছে। ফলের জন্য অপেক্ষায় রয়েছে দল। ১৫ ডিসেম্বর দ্বিতীয় কোয়ালিফায়ার আর ১৮ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।



















