সোমবার নিজেদের ষষ্ঠ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে জিতলো কলকাতা নাইট রাইডার্স
- আপডেট সময় : ০১:২৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
টানা চার ম্যাচ হারের পর সোমবার নিজেদের ষষ্ঠ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে জিতলো কলকাতা নাইট রাইডার্স। পাঞ্জাবের ৯ উইকেটে ১২৩ রানের জবাবে জয় পায় কেকেআর।
আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন দলটির অধিনায়ক এউইন মরগ্যান। আগে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস বেশি রান সংগ্রহ করতে পারেনি কলকাতার বোলিং তোপে।
পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও ৩০ রান করেন ক্রিস জর্ডান। বাকিদের ব্যর্থতায় কুড়ি ওভারে ৯ উইকেটে ১২৩ রান তোলে পাঞ্জাব। জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনারের দলীয় ৯ রানের ভেতর বিদায়ে বেশ বিপাকে পড়ে কলকাতা। তবে শুরুর চাপ সামলান রাহুল ত্রিপাঠি। এদিন সূনিল নারিন রানের খাতা খোলার আগেই ফেরেন সাজঘরে। ত্রিপাঠি ৪১ রান করে বিদায় নেয়ার পর আন্দ্রে রাসেলও ফেরেন ১০ রান করে। তবে মরগ্যানের চেষ্টার সঙ্গী দীনেশ কার্তিক মিলে শেষ পর্যন্ত ৫ উইকেটে জয় তুলে নেয় কলকাতা। মরগ্যান খেলেছেন ৪৭ রানের ইনিংস আর কার্তিক ১২ রানের।
























