সোমবার খুলে দেওয়া হবে নওজোর, সফিপুর ও গড়াই ফ্লাইওভার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৬:০০ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
ঈদযাত্রায় ভোগান্তি কমাতে নওজোর, সফিপুর ও গড়াই—এই তিনটি ফ্লাইওভার সোমবার খুলে দেওয়া হবে। সাধারণ মানুষের চলাচল নির্বগ্ন করেত এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম।
দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান সচিব। তিনি বলেন, এবার কোভিড পরিস্থিতি স্বাভাবিক থাকায় ঈদে ঘরমুখো মানুষের চাপ বেশি থাকবে। বিষয়টি বিবেচনায় রেখে সড়ক বিভাগ প্রস্তুতিও নিয়েছে। ঈদযাত্রায় ভোগান্তি কমাতে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম খোলা থাকবে। গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরাও বসাসো হয়েছে। ফ্লাইওভার তিনটি খুলে দিলে সমস্যা অনেকটা দূর হবে।